ফের নেশার সামগ্রী সহ ধৃত যুবক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের নেশার সামগ্রী সহ ধৃত যুবক

Share This
ফের নেশার সামগ্রী সহ ধৃত যুবক


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 26/06/2021 : ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।

নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটিন পুলিশ।তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী।তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করে চলেছে।

শুক্রবার ফের অসিত চক্রবর্তী  নামে শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকা থেকে  এক যুবককে বেশকিছু নেশার ঔষধ সহ  গ্রেপ্তার করে এন জে পি থানার  পুলিশ।

শুক্রবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ির শান্তিনগর এলাকায়  অভিযান  চালিয়ে বেশকিছু নেশার ঔষুধ সহএক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।জানাগেছে দির্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে।শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই সমস্থ নেশার ঔষধ বিক্রি করে।

শনিবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages