আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৬/২০২১ : ১২ ঘণ্টার ব্যবধানে বেহালার মুচিপাড়া অঞ্চলে আজ চলল গুলি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আজ দুপুর দেড়টা নাগাদ বেহালার মুচিপাড়ায় ফের একবার শ্যুট আউটের ঘটনা ঘটল. এলাকার মানুষ জানিয়েছেন, দুপুরবেলায় বেশ কিছু দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে এলাকায় আসে এবং স্থানীয় দোকানদারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে হুমকি দিতে থাকে। এরপর ওই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে চালাতে চলে যায়. এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
মুচিপাড়া এলাকায় এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষজন দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তাঁরা বলেছেন, এই দুষ্কৃতীরা তৃণমূলের সিন্ডিকেটের সাথে যুক্ত এবং তাদের এই গুন্ডামি নির্বাচনের আগে থেকেই চলছে। জমি দখলকে ঘিরেই এই শ্যুট আউট বলে মনে করা হচ্ছে।