আজ খবর (বাংলা), শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৪/০৬/২০২১ : উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একটি সমন্বয় মিটিং অনুষ্ঠিত হলো । বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ।
এস টি পি প্ল্যান্ট, আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সোয়ারেজ সিস্টেম, হিলকার্ট রোড এবং সেভক রোডের বিকল্প রোড, বিধান মার্কেটের পুনর্গঠন, ডি আই ফান্ড মার্কেটটাকে পুর নিগমের হাতে কার্যকরী ভাবে নিয়ে কাজটা করা, রাইটসের একটা সার্ভে ছিল সেটাকে ভিত্তি করে মাল্টিলেয়ার কার পার্কিং জায়গায় জায়গায় করা, শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সি সি ক্যামেরা বসানো, শক্তিগড়ের রবীন্দ্র মঞ্চটাকে ঠিকমত চালানোর জন্য পুর নিগমকে হস্তান্তর করা, তেনজিং নোরগে বাস টার্মিনালকে সংস্কার করা, কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের উল্টো দিকে প্রকল্পটির জট ছাড়িয়ে দ্রুত শুরু করা, এস জে ডি এ মার্কেট টি এবং বিল্ডিং টি নতুন করে তৈরি করা, কাওয়াখালিতে এস জে ডি এ -র একটা নিজস্ব ভবন করা, মহাবীরস্থানের একমুখী উড়ালপুল টাকে দ্বিমুখী করা এবং শহরের ট্র্যাফিক সমস্যা সমাধান করা ইত্যাদি বড় বড় প্রকল্প সমূহ আলোচনার মূল বিষয়বস্তু ছিলো ।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান এস জে ডি এ, পুর প্রশাসক মন্ডলী, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এন বি ডি ডি, ডি এম দার্জিলিং, সি ই ও এস জে ডি এ, বাস্তুকার বৃন্দ এবং সংশ্লিষ্ট আধিকারিকগণ ।