![]() |
হাসপাতালে নন্দরানী আচার্য্য |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৬/২০২১ : ৯৫ বছর বয়স্ক এক বৃদ্ধা আজ করোনা ভাইরাসকে পরাজিত করে হাসতে হাসতে বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। মুখে হাসি ছিল তাঁর পরিচর্যার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদেরও।
৯৫ বছরের বৃদ্ধা নন্দরানী আচার্য্য গত মাসের ১৫ তারিখে করোনা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তারপর তাঁকে তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১৯শে মে তারিখে। নন্দরানীদেবীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল। তাঁর সামান্য শ্বাসকষ্ট ছিল এবং অক্সিজেনের মাত্রা ছিল উল্লেখযোগ্যভাবে কম। এই অবস্থাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এরপর ছিল কঠোর লড়াই। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যারা মেডিকেল স্টাফ এবং নন্দরানীদেবী নিজে দিনরাত লড়াইটা লড়ে গিয়েছেন। দীর্ঘ প্রচেষ্টার পর ২৫ দিন লড়াইয়ের শেষে বয়সের মাইলস্টোনে শতক ছুঁতে চলা বৃদ্ধা হেলায় হারিয়ে দিলেন করোনা ভাইরাসকে। গত শনিবার নন্দরানীদেবী সুস্থ দেহে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেই সময় তাঁকে কোনো অক্সিজেনের সাহায্য নিতে হচ্ছিল না, তাঁর মুখে ছিল মিষ্টি হাসি। বিজয়ের অনুভূতি। আচার্য্য পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ। হাসপাতাল কর্তৃপক্ষও নন্দরানীদেবীর শতায়ু কামনা করেছে।