আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৩/০৬/২০২১ : দেশকে সুরক্ষিত রাখার পণ করে যাঁরা সেনাবাহিনীতে যোগ দেন, অবসরকালে তাঁরা কতটা সুরক্ষিত থাকেন? দিল্লীর একটি ঘটনায় এই প্ৰশ্নই উঠেছে। গতকাল দিল্লীতে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন ৬৫ বছর বয়স্ক এক প্রাক্তন সেনা অফিসার।
রাজধানী দিল্লীর শ্যাম বিহার এলাকায় থাকতেন ৬৫ বছরের ওই প্রাক্তন আর্মি অফিসার। পুলিশ আজ তাঁর বাড়ি থেকেই খুন হয়ে যাওয়া ওই প্রাক্তন সেনা অফিসারের দেহ উদ্ধার করেছে। ওই সেনা অফিসারকে গতকাল হত্যা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বক্তব্য ওই প্রাক্তন আর্মি অফিসারকে হত্যা করার সময় তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশ তদন্ত করে দেখছে ওই অফিসারের কোনো শত্রু ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে তা তাঁর কর্ম জীবনের সাথে যুক্ত কিনা। দিল্লী পুলিশ এই মুহূর্তে মোট তিনজনকে সন্দেহের তালিকায় রেখেছে। ওই তিনজকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই ঘটনায় শ্যাম বিহার অঞ্চলে চাঞ্চল্য দেখা দিয়েছে।