আজ খবর (বাংলা), দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 22/06/2021 : রাজ্য প্রবাহের বিপরীত চিত্র দক্ষিণ দিনাজপুরে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিজেপির পঞ্চায়েত সদস্যরা।
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে যেখানে বিজেপিতে ভাঙন অব্যাহত, সেখানে উল্টো চিত্র দক্ষিণ দিনাজপুরে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার দুপুরে ধলপাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বিশ্বাসের হাতে অনাস্থা প্রস্তাব পত্র জমা দেন বিরোধী দলনেতা মৃণাল সরকার ও পার্থ রায়।
প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির মতো অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির ৫ জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাব স্বাক্ষর করেন৷ অনাস্থা প্রস্তাব প্রধানের কাছেও জমা দেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান শেফালী বর্মন বিজেপি পঞ্চায়েত সদস্যদের তোলা সমস্ত অভিযোগই নস্যাৎ করে দিয়েছেন।
রিপোর্ট : শ্রেয়া বসু