আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১৪/০৬/২০২১ : করোনা ভাইরাসের আড়ালেই একটু একটু করে থাবা চওড়া করে চলেছে ব্ল্যাক ফাঙ্গাস, এবং সেটাও মহারাষ্ট্র রাজ্য থেকেই।
দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল পর্যন্ত মহারাষ্ট্রে মোট ৭,৩৯৫ জন মানুষ ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। মোট আক্রান্তের মধ্যে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে মোট ৬৪৪ জন প্রাণ হারিয়েছেন। তবে ২,২১২ জন মানুষ এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন চিকিৎসার পর। সবচেয়ে বেশি ব্ল্যাক ফাংগাসের রিপোর্ট আসছে মহারাষ্ট্রের পুনে, নাসিক, নাগপুর ও শোলাপুর জেলা থেকে।
মহারাষ্ট্র সরকার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে যাতে ওই রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে না পড়ে। দেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমিকশিস হল এক ধরনের ফাংগাল ইনফেকশন। এই জীবাণুর সংস্পর্শে আসলে চামড়ায় যদি কোনো কাটা, পোড়া বা অন্য্ কোনোরকম ক্ষত থেকে থাকে তাহলে আর একজনের দেহে এই ফাঙ্গাস সংক্রমিত হতে পারে। দেশের বিজ্ঞানীরাও এই রোগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।