নেপালে চীনা রেলপথে ধ্বস, প্রবল বিক্ষোভ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেপালে চীনা রেলপথে ধ্বস, প্রবল বিক্ষোভ

Share This
নেপালে চীনা রেলপথে ধ্বস, প্রবল বিক্ষোভ


আজ খবর (বাংলা), কাঠমান্ডু, নেপাল, 22/06/2021:  নেপালে চীনা সংস্থার রেলপথ তৈরি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিল। বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারন মানুষ।

নেপাল জুড়ে এই মুহুর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে। নেপালে সাধারণত বর্ষাকালেই সিংহভাগ বৃষ্টি হয়ে যায়। নিয়ম মতই প্রতিদিন বৃষ্টি হচ্ছে নেপালে। সেই বৃষ্টিতে নেপালের  সিন্ধুপালচক জেলার বিভিন্ন জায়গায় পাহাড়ে ধ্বস নেমেছে। যার ফলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন ঐ জেলার মানুষজন । ঐ এলাকাতেই রেলপথ বানাচ্ছে চীনের রেলওয়ে কন্সট্রাকশন কর্পোরেশন। 

চীনের ঐ সংস্থা নেপালে যেভাবে রেলপথ বানাচ্ছে, তাতে নেপালের সিন্ধুপালচক জেলার বিভিন্ন জায়গায় পাহাড়ে বড়সড় ধ্বস নেমেছে। ভেঙ্গে গিয়েছে বেশ কিছু বাড়ি। চিড় ধরেছে অসংখ্য বাড়িতে। নেপালের এই অঞ্চলের বেশ কিছু মানুষ এই ভরা বর্ষায় আশ্রয় হারিয়েছেন। এর ফলেই ক্ষেপে উঠেছেন নেপালের সিন্ধুপালচক জেলার মানুষ। তাঁরা একজোট হয়ে চীনা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেই সাথে চীনা সংস্থার থেকে ক্ষতিপূরণের দাবী তুলেছেন। তাঁদেরকে সমর্থন করেছেন নেপালের  অন্যান্য জেলার অধিবাসীরাও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages