আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৪/০৬/২০২১ : গ্রামবাসীদের উদ্যোগে এবং স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় ভয়াবহ তিস্তা নদীর বন্যার কবলের হাত থেকে কৃষিজমি এবং বসতবাড়িকে রক্ষা করার জন্য তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণ করলো গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দপুর অঞ্চলের বাহির চড় এলাকায়। উল্লেখ্য বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের তিস্তা নদীর চরে একটি বুথ রয়েছে । যেখানে প্রায় দেড় হাজার লোকের বসবাস। এখানকার সাধারণ মানুষরা মূলত জীবিকা নির্বাহ করেন কৃষি কাজ পশুপালনের মধ্য দিয়ে। প্রতিবছরই ভয়াবহ উত্তাল তিস্তা নদীর বন্যা এদের নষ্ট হয়ে যায় কৃষিজ ফসল সহ বসত বাড়ি পর্যন্ত। এমনকি গতবছর ভয়াবহ তিস্তা নদীর বন্যার কারণে এই বাহীরচরের বিভিন্ন এলাকার বেশ কিছু পরিবারের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যায়। তবুও নিরুপায় হয়ে অসহায় এবং দরিদ্র মানুষগুলো তিস্তার চরে বসবাস করেন দুটো ফসল ফলিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার উদ্দেশ্যে।
গতবছর প্রবল বন্যার শ্রুতে বাড়িঘরের সাথে নদীগর্ভে চলে গিয়েছিল অনেক আবাদি জমি। এবার তাই ভয়াবহ তিস্তা নদীর বন্যার হাত থেকে একটু নিস্তার পাওয়ার উদ্দেশ্যে স্থানীয় পঞ্চায়েত জিতেন বিশ্বাস এবং সাধারণ মানুষের সহযোগিতায় তৈরি করছেন বাঁধ। স্থানীয় পঞ্চায়েত জিতেন বিশ্বাস বলেন এখানকার লোকের মূলত জীবিকা হল কৃষি কাজ এবং পশুপালন। এইসব কাজ কর্মের মধ্য দিয়ে দীর্ঘদিন থেকেই তিস্তা নদীর চরে বসবাস করছেন বেশ কিছু পরিবার। তাই ভয়াবহ বন্যার কবল থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়ার জন্য উৎসাহী সাধারন মানুষ দের সাথে তিনিও কাজে হাত লাগিয়েছেন।
এই বাঁধ তৈরি করতে যে অর্থ খরচ হচ্ছে তা মূলত বহন করছেন চড়ে বসবাসকারী সাধারন মানুষরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজের অর্ধসমাপ্ত অবস্থায় সাধারণ মানুষরা অর্থ সংকটে পড়েছেন । তাই তাদের এই মুহূর্তে বাঁধের অবশিষ্ট অংশটির কাজ সম্পন্ন করার জন্য জন্য প্রয়োজনীয় অর্থ নেই। সে কারণে পঞ্চায়েত সদস্য জিতেন বিশ্বাস এই মুহূর্তে বাঁধের কাজ সম্পন্ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ।এবং প্রয়োজনীয় অর্থ পাওয়ার ও আবেদন রাখছেন সরকারের কাছে ।
রিপোর্ট : বিকাশ সরকার