![]() |
মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৬/২০২১ : রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করল কেন্দ্র সরকার। আগামী ৩ দিনের মধ্যে তাঁকে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।
রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে। রাজ্যের মুখ্য সচিব এই আইএএস অফিসারের অবসর নেওয়ার কথা ছিল গতকাল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও তিন মাসের এক্সটেনশন দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু এর মধ্যেই গতকাল সকাল ১০টার মধ্যে রাজ্যের দায়িত্ব ছেড়ে দিয়ে তাঁকে রাজধানী দিল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছিল।
এদিকে রাজ্যে করোনা আবহে মুখ্য সচিবকে রিলিজ দিতে চায় নি রাজ্য সরকার। নবান্নেই রাজ্য সরকার রিলিজ না দেওয়ায় আলপিন বন্দ্যোপাধ্যায় দিল্লীতে গিয়ে কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট করতে পারেন নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপনকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার রিলিজ দিচ্ছে না। তাঁকে এই মুহূর্তে ছাড়া সম্ভব নয়, কেননা রাজ্যবাসী এই মুহূর্তে করোনার দ্বিতীয় প্রবাহ এবং ইয়াস ঘূর্ণি ঝড়ের সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।
এই রকম একটা পরিস্থিতিতে কেন্দ্র সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি শোকজের নোটিশ পাঠিয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করার দায়ে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র সরকারের এই নোটিশ গতকাল রাত্রি সাড়ে ৯টা নাগাদ নবান্নে এসে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে আলাপনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে কালাইকুণ্ডার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে কেন তিনি অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সরকারের থেকে এই নোটিশ পেয়ে স্বাভাবিকভাবেই চাপে পড়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।