বৃষ্টি আর বিদ্যুৎ বিভ্রাটে জেরবার বেহালা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বৃষ্টি আর বিদ্যুৎ বিভ্রাটে জেরবার বেহালা

Share This

বৃষ্টি আর বিদ্যুৎ বিভ্রাটে জেরবার বেহালা


আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/06/2021 : প্রবল বর্ষণে এবং টানা বিদ্যুৎ বিভ্রাটে জেরবার বেহালার বিস্তীর্ন অঞ্চলের মানুষ। বৃহষ্পতিবারের সকাল যেন থমকে রয়েছে বেহালায়।

গতকাল প্রায় সারারাত্রি ধরে প্রবল বৃষ্টিতে রীতিমত বানভাসি পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা জুড়েই। কলকাতার আমহর্ষ্ট ষ্ট্রীট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, কলুটোলা, ধর্মতলার মত জায়গাগুলো এক কোমর জলের তলায় ডুবে গিয়েছে। বেহালা অঞ্চলেও চিত্রটা অনেকটা একই রকম । ডায়মন্ড হারবার রোডের দুপাশের প্রায় সব এলাকাতেই অনেকটা জল জমে রয়েছে। তারাতলা, পাঠকপাড়া, ট্রাম ডিপো এলাকা, সেন হাটি, যদু কলোনি, ফকিরপাড়া, জন কল্যান, সখের বাজার, শীলপাড়া, ঠাকুরপুকুর এলাকার প্রায় প্রত্যেক গলিতে জল জমে রয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে। যাঁরা একতলায় বসবাস করেন তাঁরা পড়েছেন যাপক সমস্যায়। এক হাঁটু জল ভেঙেই সাধারন মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে নিত্য প্রযোজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে। করোনা আবহে একে রাজ্যে চলছে লক ডাউন, তার মধ্যেই বারবার প্রকৃতির খামখেয়ালিপনায় নাজেহাল হয়ে উঠেছে মানুষ।

বেহালা অঞ্চলে এখনো বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে জমা জল যতটা বেরিয়ে যাচ্ছে, ফের ততটাই জমেও যাচ্ছে। জমা জল বের করে দিতে সচেষ্ট বেহালা পুরসভা। কিন্তু গোদের ওপর বিষফোঁড়ার মত বেহালা অঞ্চলের বিস্তীর্ন জায়গায় চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ দপ্তর সারাইয়ের কাজ করলেও রাস্তায় জল জমে থাকায় এবং বৃষ্টি হতে থাকায় সারাইয়ের কাজ আটকে থাকছে। ফলে বেহালার বেশিরভাগ জায়গায় চলছে দীর্ঘ লোডশেডিং । নাজেহাল বেহালার সাধারন মানুষ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages