আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, ১৩/০৬/২০২১ : আজব কাণ্ড ! কোভিড ১৯-এর প্রতিষেধক দেওয়ার পরেই মানব শরীর চুম্বকে পরিণত হয়ে যাওয়ার ঘটনা ঘটল ত্রিপুরার রাজধানী আগরতলায়।
ত্রিপুরার আগরতলা শহরে উত্তর বাধারঘাট অঞ্চলে ভট্টপুকুর উন্নয়ন সংঘ এলাকায় থাকেন মনোরঞ্জন রুদ্রপাল। মনোরঞ্জনবাবু ইতিমধ্যেই কোভিড ১৯এর প্রতিষেধকের দুটি ডোজই নিয়ে নিয়েছেন। এর পরেই ঘটতে থাকে অবিশ্বাস্য ঘটনা। মনোরঞ্জনবাবুর শরীর চুম্বক হয়ে যেতে থাকে। শরীরে চামচ, বাটি, পয়সা যা কিছু লাগানো হোক না কেন, তা চুম্বকের মত আকর্ষণ করতে থাকে এবং শরীরে আটকে থাকতে দেখা যায়। মনোরঞ্জনবাবুর শরীর যেন আস্ত একটা চুম্বকে পরিণত হয়ে যায়।
এই ঘটনা দেখে মনোরঞ্জনবাবু নিজেই বেশ হতবাক হয়ে যান। অবাক হয়ে যান ওই অঞ্চলের মানুষজনও। কিভাবে এই ঘটনা ঘটছে তা মনোরঞ্জনবাবু নিজেও বুঝে উঠতে পারছেন না। এর আগে কখনো এমন ঘটনা তাঁর সাথে ঘটে নি। কোভিড এর দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকেই এই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। তিনি রীতিমত হয়ে উঠেছেন ম্যাগনেট ম্যান। (দেখুন ভিডিও)
রিপোর্ট : পার্থ বিশ্বাস, ত্রিপুরা