তৃণমূলে ফিরছেন মুকুল রায় ? জোর জল্পনা রাজনীতির ময়দানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলে ফিরছেন মুকুল রায় ? জোর জল্পনা রাজনীতির ময়দানে

Share This

তৃণমূলে ফিরছেন মুকুল রায় ? জোর জল্পনা রাজনীতির ময়দানে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৬/২০২১ : বিজেপি নেতা মুকুল রায় ফের একবার পুরোন দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন বলে জোর জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনীতির ময়দানে। 

সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বিজেপির হাত ছেড়ে মুকুল রায় তৃণমূল কংগ্ৰেসে  যোগ দেওয়ার বিষয়ে একরকম মনস্থির করেই ফেলেছেন। তবে এখনও পর্যন্ত গোটা বিষয়টি জল্পনার স্তরেই রয়েছে, কেননা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই পক্ষেই এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। দুই পক্ষই একটি শব্দও খরচ করতে চায় নি মুকুল রায় প্রসঙ্গে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, মুকুল রায় আজ দুপুরেই তৃণমূল ভবনে গিয়ে জোড়া ফুল শিবিরে যোগ দিতে পারেন।

সব কিছু ঠিকমত চললে আজ বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবন থেকে মুকুল রায়ের যোগদান প্রসঙ্গে বড়সড় ঘোষনা হতে পারে। দুপরবেলাতেই মুকুল রায় যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে, তাঁর আজ দুপুরে তৃণমূল ভবনে যাওয়ার কথা আছে। তবে তাঁর আগে দুপুর ৩টে  নাগাদ তাঁর কালীঘাট অফিসেও যাওয়ার কথা আছে, সাক্ষাৎ হতে পারে মমতার সাথেও। মুকুলের সঙ্গেই তৃণমূলে যোগ দিতে পারেন তাঁর পুত্র বীজপুরের বিধায়ক শুভরাংশু রায়ও।

যদি মুকুল রায় এবং তাঁর পুত্র তৃণমূলে যোগ দেন, তাহলে এই ঘটনাকে বাংলার রাজনৈতিক ময়দানে বড়সড় পট  পরিবর্তন হিসেবে দেখা হবে। কারন মুকুল রায় বিজেপিতে থাকতেই রাজনৈতিক চানক্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।  এবার সেই চাণক্য তাঁর পুরোন  দলেই ফিরতে চলেছেন। যে নেতা বিধানসভা নির্বাচনের আগে বলে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সকলেই বিজেপিতে যোগ দেবে, সেই নেতা আজ নিজেই হয়ত তৃণমূলে যোগ দিতে চলেছেন। কিছুদিন আগেই হাসপাতালে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকেই মুকুল রায়ের তৃণমূলের ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিকে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও।

পাশাপাশি আরও একটি গুরুত্ত্বপূর্ন খবর হল, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপি নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে হারের কারন নিয়ে মুখ খুলেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত।এই কারনে তাঁর বিরুদ্ধে রাজ্য বিজেপি অভিযোগ করেছে. সব্যসাচী দত্তও তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন এবং তিনিও মুকুল রায়ের যথেষ্ট ঘনিষ্ঠ। তাহলে মুকুল রায়ের হাত ধরে তিনিও কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাবেন? সেদিকেই নজর থাকবে আমাদের। 

নিউজ আপডেট : তৃণমূলে যোগ দিতে মুকুল রায় সল্ট লেক থেকে রওনা হলেন, সঙ্গে রয়েছেন শুভরাংশু রায়. এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তৃণমূল ভবনে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages