আজ খবর (বাংলা), দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ০১/০৬/২০২১ : আজ দুর্গাপুরে ২০০ শয্যা বিশিষ্ট জাম্বো কোভিড কেয়ার পরিষেবা চালু করল দেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ইস্পাত রাজ্যমন্ত্রী ফগন সিংহ কুলেস্থি, বর্ধমান ও দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া, রাজ্য বিধানসভার সদস্য লক্ষণ চন্দ্র ঘোরুই ও প্রদীপ মজুমদার, কেন্দ্রীয় ইস্পাত সচিব পি কে ত্রিপাঠি এবং পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের জেলাশাসকগণ। স্বাগত ভাষণে সেইলের অধ্যক্ষ সোমা মণ্ডল বলেন, সেইল-এর পাঁচটি ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট ভিলাই (ছত্তিসগড়), বোকারো (ঝাড়খণ্ড), রাউরকেলা (ওড়িশা), দুর্গাপুর এবং বার্নপুর (পশ্চিমবঙ্গ) এ সেইলের কোভিড চিকিত্সার জন্য বায়বীয় অক্সিজেন (জিওএক্স) সুবিধা সহ প্রায় ২,৫০০ শয্যা বিশিষ্ট জাম্বো চিকিৎসা পরিষেবা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই পাঁচটি ইস্পাত কারখানার হাসপাতালগুলিতে বর্তমানে যে তরল অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়, তার বাইরে ইস্পাত কারখানা থেকে ডেডিকেটেড পাইপলাইন দিয়ে সরাসরি বায়বীয় অক্সিজেন সরবরাহের মাধ্যমে এই জাম্বো পরিষেবা প্রদান করা হবে।
দেশে তরল মেডিকেল অক্সিজেনের চাহিদা বর্তমানে বেশি হওয়ায় কেন্দ্রীয় সরকারের পরামর্শে সেইল-এর কোভিড কেয়ার সেন্টারগুলি সরাসরি অক্সিজেনের অতিরিক্ত উত্স হিসাবে বায়বীয় অক্সিজেন ব্যবহার করবে।
এই ২,৫০০ শয্যার পরিষেবা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহযোগিতায় বিকাশ করা হবে। প্রথম পর্যায়ে এর আগে পশ্চিমবঙ্গের বার্ণপুরে ২০০টি বায়বীয় অক্সিজেন যুক্ত শয্যা উদ্বোধন করা হয়েছে। আজ দুর্গাপুরে জিটি রোডের পাশেই সেইলের দ্বিতল কোভিড কেয়ার ইউনিটে ২০০টি বায়বীয় অক্সিজেন যুক্ত শয্যা উদ্বোধন করা হল। বর্তমানে পাঁচটি সেইল হাসপাতালে প্রায় ৩০০০ শয্যা রয়েছে এবং প্রায় ৪৫ শতাংশ শয্যা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট রয়েছে।