চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের ব্যবসা। গ্রেপ্তার 2 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের ব্যবসা। গ্রেপ্তার 2

Share This

চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের ব্যবসা। গ্রেপ্তার 2


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 19/06/2021 : হোটেল ও চায়ের দোকানের আরালে অবৈধ মদের রমরমা ব্যাবসা।গ্রেপ্তার ২ ই অভিযুক্ত।

এন জে পি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়  হোটেল, পানের দোকান, চায়ের দোকানের আরালে চলে দেশী বিদেশী মদের রমরমা ব্যাবসা।পুলিশী অভিযানে মদের ব্যাবসা ক্ষনিকের বন্ধ হলেও দুই তিনদিন যেতে না যেতেই ফের আসর জমিয়ে বসে মদ ব্যাবসায়িরা।

শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ডি এস কলোনি,ও ঠাকুর নগর রেলগেট সংলগ্ন   এমনি দুটি পৃথক জায়গায় অভযান চালায় এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।প্রায় ১০০ লিটার দেশী বিদেশী মদ উদ্ধার করে তারা।গ্রেপ্তার করা হয় পরিমল সরকার ও ভোলা দাস নামে দুই অভিযুক্তকে।শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages