আজ খবর (বাংলা), কালিম্পং, পশ্চিমবঙ্গ, 18/06/2021 : সেবক-রংপো রেলপথে কাজ চলার সময় হঠাৎ করেই টানেলের মাটি ধ্বসে মৃত্যু হল 2 শ্রমিকের। ঐ ঘটনায় আহত আরও 5 শ্রমিক।
সিকিম রাজ্যটি ভারতীয় রেলের সাথে এতদিন যুক্ত ছিল না। উত্তরবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো শহর পর্যন্ত নতুন রেললাইন পাতার কাজ শুরু হয়েছিল। সেবক থেকে তিস্তার ধার ধরে রংপো পর্যন্ত রেল যোগাযোগের জন্যে কাজ চলছে। রংপো শহরটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 38 কিলোমিটার দুরে এবং সিকিমের একমাত্র বিমানবন্দর পেকিইয়াং থেকে মাত্র 21 কিলোমিটার দুরে অবস্থিত।
গতকাল রাত্রি সাড়ে 10টা নাগাদ কালিম্পং শহর থেকে 25 কিলোমিটার দুরে ভালুকখোলা নামে একটি জায়গায় 10 নম্বর টানেলের মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় ঐ টানেলের মধ্যে 7 জন শ্রমিক কাজ করছিলেন। ঠিক সেই সময় টানেলের মধ্যে কাদা মাটির ধ্বস নামে। তাতেই চাপা পড়ে যান 7 শ্রমিক। গতকাল রাতেই উদ্ধারকাজ শুরু করা হয়।
ভালুক খোলার 10 নম্বর টানেলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বাকি 5 শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর থাকায় তাঁদের শিলিগুড়ির প্যারামাউন্ট নার্সিং হোম ভর্তি করা হয়েছে। বাকিদের কালিম্পং হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।