আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ২৫/০৫/২০২১ : গতকাল রাত্রে পাকিস্তানে কোনো মার্কিন সেনা বা মার্কিন এয়ার বেস থাকার কথা অস্বীকার করল পাকিস্তান।
পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফ থেকে মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী জানিয়েছেন, "পাকিস্তানে কোনো মার্কিন এয়ার বেস বা মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি নেই। এমনকি এই ধরনের কোনো প্ৰস্তাৱও পাকিস্তানের কাছে নেই। এই বিষয়ে কেউ কোনো রকম ধারণা পোষণ করে থাকলে তা সম্পূর্ণ ভিত্তিহীন, এই ধরনের কোনো ধারণা পোষণ করাও উচিত নয়। এই ব্যাপারে আমেরিকার সাথে নতুন কোনো চুক্তিও স্বাক্ষরিত হয় নি।"
এর আগে পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছিল যে, "আফগানিস্তানীদের সাহায্য করার জন্যে পাকিস্তান তাদের দেশের এয়ার স্পেস এবং ভূমি মার্কিন সেনাদের ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।" বিষয়টি নিয়ে 'ডন' পত্রিকায় একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছিল। কিন্তু গতকাল রাত্রে পাকিস্তানের বিদেশমন্ত্রক ওই বিষয়টিকে সম্পূর্র্ণভাবে 'ভিত্তিহীন' আখ্যা দিয়ে অস্বীকার করেছে।