আজ খবর (বাংলা), অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ৩০/০৫/২০২১ : গতকাল সন্ধ্যেবেলায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে কয়েকজন জঙ্গী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল। এরপর তারা গুলি চালাতে চালাতেই পালিয়ে যায়, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনাটি অনন্তনাগের বিজবেহরার জাবিলিপোড়ায় ঘটেছিল গতকাল সন্ধ্যাবেলায়, জঙ্গীদের টার্গেট ছিল দুই ব্যক্তি তাঁদের মধ্যে একজনের নাম শাহনাওয়াজ আহমেদ ভাট এবং আর এক জনের নাম সানজিদ আহমেদ পাররে। এই দুজনকে লক্ষ্য করেই জঙ্গীরা গুলি চালাতে শুরু করেছিল। ঘটনার পর এঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সানজিদ আহমেদ পাররে। শাহনাওয়াজকে শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এই ঘটনার পর গোটা এলাকা কর্ডন করে ঘিরে রেখেছে কাশ্মীর জোন পুলিশ। আততায়ী জঙ্গীদের খোঁজে আশেপাশের বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় পুলিশ আলাদা করে একটি তদন্ত শুরু করেছে। এতদিন জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের গুলি বিনিময় হত, কিন্তু কি এমন ঘটল, যে সাধারণ মানুষ এবার জঙ্গীদের বুলেটের লক্ষ্য হয়ে উঠল ? পুলিশ সেটাই তদন্ত করে দেখতে চাইছে।