কোভিশিল্ডের দুই ডোজ নেওয়ার নিয়ম ফের বদল হতে চলেছে ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোভিশিল্ডের দুই ডোজ নেওয়ার নিয়ম ফের বদল হতে চলেছে !

Share This

কোভিশিল্ডের  দুই ডোজ নেওয়ার নিয়ম ফের বদল হতে চলেছে !


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৩/০৫/২০২১ : কোভিশিল্ডের  দুটি ডোজের মধ্যে অন্তত ১২ থেকে ১৬ সপ্তাহের দূরত্ব থাকা উচিত বলে মনে করছেন দ্য ন্যাশানাল  টেকনিক্যাল এডভাইসরি গ্রূপ অন  ইমিউনিশনের (NTAGI) এর বিজ্ঞানীরা। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে দূরত্ব যা ছিল তাই থাকা উচিত বলে তাঁরা মনে করেছেন।

দ্য  ন্যাশানাল  টেকনিক্যাল এডভাইসরি গ্রূপ অন  ইমিউনিশনের (NTAGI) এর বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড প্রতিষেধকের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে অন্তত ১২ থেকে ১৬ সপ্তাহের দূরত্ব থাকা উচিত। যদিও তাঁরা এই ধরনের সতর্কীকরণ ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ক্ষেত্রে এখনো পর্যন্ত করেন নি। 

গত ৩ মাসে কোভিশিল্ড প্রতিষেধকের দুটি ডোজ নেওয়ার মধ্যেকার পার্থক্য এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। প্রথমে কোভিশিল্ডের  দুই ডোজ নেওয়ার মধ্যেকার পার্থক্য ছিল ২৮ দিন; মার্চ মাসে কেন্দ্র সরকার ঘোষণা করল কোভিশিল্ডের  ক্ষেত্রে দুই ডোজের মধ্যেকার পার্থক্য করতে হবে ৬ থেকে ৮ সপ্তাহ। 



আর এর মধ্যেই সেই পার্থক্যকে আরও কিছুটা বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার কথা বলা হচ্ছে, যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয় নি। এখন এই পরামর্শ পাঠানো হবে দ্য ন্যাশনাল এক্সপার্ট গ্রূপ অন  ভ্যাকসিন এডমিনিস্ট্রেশন (NEGVA) র কাছে। তারাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অবশ্য কোভ্যাক্সিনের ক্ষেত্রে যা ছিল তাই থাকছে। কোনো কিছুই বদল হচ্ছে না। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages