আজ খবর (বাংলা), ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ৩১/০৫/২০২১ : বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন টারজান ভূমিকার প্রখ্যাত অভিনেতা জো লারা। একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লারার স্ত্রী এবং অন্যান্যদেরও।
অভিনেতা লারার প্রাইভেট বিমানটি শনিবার স্মাইরনা বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল, বিমানটি যাচ্ছিল পাম বিচের উদ্দেশ্যে। সেখানেই ন্যাশভিলের বাইরে একটি লেকের জলে আচমকা বিমানটি আছড়ে পড়ে। তারপরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল বিমানের ধ্বংসাবশেষ থেকে মোট ৭ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গিয়েছে। ওই সাত জনের মধ্যেই ছিল অভিনেতা জো লারা এবং তাঁর স্ত্রী ডায়েট গুরু গুয়েন লারার মৃতদেহ। বাকিরা ছিলেন স্থানীয় মানুষ যাঁরা জো লারার সাথে বেড়াতে যাচ্ছিলেন।
জো লারা ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জঙ্গলের রাজা টারজানের ভূমিকায় অত্যন্ত সাফল্যের সাথে অভিনয় করে বিশ্বের মানুষের মন জয় করেছিলেন। টারজানের ভূমিকায় তিনি ২২টি গল্পে অভিনয় করেছিলেন। টিভির পর্দাতেও তিনি 'টারজান ইন ম্যানহাটন' সিরিয়ালে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি এখন ধর্মী ফিল্ম 'স্টিল ফ্রন্টিয়ার', 'সানসেট হিট', 'গানসমক : দ্য লাস্ট এপাচে' , 'আমেরিকান সাইবর্গ : স্টিল ওয়ারিয়ার', 'দ্য ম্যাগনিফিসিয়েন্ট সেভেন', 'বে ওয়াচ', 'ট্রপিক্যাল হিট' ইত্যাদি ছবিতে কাজ করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। লারা দম্পতি তিন সন্তানকে রেখে গেলেন।