শান্তির বার্তা সত্ত্বেও হিংসা রাজ্যের কয়েকটি জায়গায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শান্তির বার্তা সত্ত্বেও হিংসা রাজ্যের কয়েকটি জায়গায়

Share This

শান্তির বার্তা সত্ত্বেও হিংসা রাজ্যের কয়েকটি জায়গায়


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২১ : তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার ছবি ধরা পড়তে থাকল আজও।

রাজ্যের বিরোধী দল বিজেপি অভিযোগ তুলে জানিয়েছে, 'রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা'। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে বলে আবেদন জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কল্যাণী বিধানসভায় তৃণমূল কর্মীরা বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়ার পরেও ভেঙে পড়েননি স্থানীয় কার্যকর্তারা। তাঁরা দলীয় কার্যালয়ের বাইরে ফের পতাকা উত্তোলন করেন এবং তালা ভেঙে পার্টি অফিসে ঢোকেন।  মহিলাদের উপর অবাধে অত্যাচার চলছে। প্রহার, হুমকি বাদ নেই কিছুই।  বীরভূম জেলার সংখ্যালঘু মোর্চার জেলার কনভেনার আজিজা খাতুন এর বাড়িতে লুটপাট করা হয়েছে, পরিবারের সদস্যদের থেকে গয়না খুলে নিয়ে গিয়েছে আক্রমণকারীরা। তারা ঘরে রাখা 70 হাজার টাকা লুট করে নিয়ে চলে গিয়েছে। এমনকি টিভি ফ্রিজ,, ওয়াশিং মেশিন সব নিয়ে চলে গিয়েছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে কেতুগ্রাম বিধানসভা (ZP46) পালিটা গ্ৰমে বুথ সভাপতির বাড়ি ভাংচূর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে অন্তর্গত ভাটপাড়া ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রামনগর কলোনি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ব্যাপক বোমাবাজি করেছে একদল দুষ্কৃতী।এই বোমাবাজির ঘটনার জেরে বিজেপি কর্মী রাজ বিশ্বাসের বাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জানলার কাঁচ ভেঙে গিয়েছে। এই ঘটনায় তিনি এবং তার পরিবার যথেষ্টই আতঙ্কিত।তার বাড়ির cctv ফুটেজ সহ ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এছাড়াও বিজেপির উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন। বিজেপি কর্মী রাজ বিশ্বাসের অভিযোগ শাসকদলের দুষ্কৃতিরাই এই কাণ্ড ঘটিয়েছে।

রাজ্যের বেশ কিছু জায়গায় বিজেপি কর্মীদের ওপর এই আক্রমনের প্রতিবাদে আজ মুরলীধর সেন লেনের সদর দপ্তরের সামনে ধর্নায় বসেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্য্য, জয় প্রকাশ মজুমদার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজু ব্যানার্জি এবং অন্যান্য নেতারা। শপথ গ্রহণের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, "রাজ্যের যেখানে যেখানে হিংসার খবর পাওয়া যাচ্ছে, সেখানে তাঁর প্রশাসন কড়া  হাতে তার মোকাবিলা করবে। হিংসায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।" 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages