আজ খবর (বাংলা), বালিয়া, উত্তরপ্রদেশ, ০৯/০৫/২০২১ : করোনা ভাইরাস নির্মূল করতে প্রকাশ্যে ক্যামেরার সামনে এক বিজেপি বিধায়ক গোমূত্র পান করার নিদান দিলেন।
গোটা দেশ যেখানে করোনা আতঙ্কে কাঁপছে, দেশের চিকিৎসক মহল, কেন্দ্র ও রাজ্য সরকার যেখানে করোনা রোধ করতে হিমশিম খাচ্ছে, সেখানে উত্তর প্রদেশের বালিয়া জেলার বাইরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরেন্দ্র সিং জানালেন 'গোমূত্র পান করে করোনা রোধ করা সম্ভব'। প্রকাশ্যে ক্যামেরার সামনে সুরেন্দ্র সিং নিজে গোমূত্র পান করে দেখিয়েও দিলেন ঠিক কিভাবে গোমূত্র পান করতে হবে। এরপরেই তিনি এক গ্লাস ঠাণ্ডা জালের সাথে গোমূত্র পান করে করোনা রোগকে নির্মূল করার আবেদন করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে।
বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, "আমি প্রতিদিন সকালে গোমূত্র পান করি এবং সারাদিনে ১৮ ঘণ্টা কাজ করি সাধারণ মানুষের জন্যে। আমি নিজে সম্পূর্ণ সুস্থ, আমি সকলের কাছে আবেদন করছি রোজ গোমূত্র পানের অভ্যাস গড়ে তুলুন।" সুরেন্দ্র সিং দেখিয়েও দেন, এক গ্লাস জলে দুই বা তিন ছিপি গোমূত্র মিশিয়ে কিভাবে পান করে নিতে হবে। তিনি এও জানান, গোমূত্র মেশানো জল পান করার আধ ঘণ্টা পর্যন্ত আর কিছু খাওয়ার দরকার নেই।
সুরেন্দ্র সিং দাবী করেছেন, গোমূত্র শুধু যে করোনা রোগকে নির্মূল করবে তাই নয়, গোমূত্র হল 'সুপার পাওয়ার', গোমূত্র অনেক রোগের জন্যেই অব্যর্থ দাওয়াই, তাই গোমূত্র পান করলে অনেক রোগকেই নির্মূল করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সুরেন্দ্র সিং এই প্রথমবার সংবাদ শিরোনামে আসেন নি। এর আগেও অদ্ভুত মন্তব্য করে তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। ২০২০ সালের অক্টবর মাসে উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণকাণ্ডের পর তিনি মন্তব্য করে বলেছিলেন, "বাবা মায়েরা যদি মেয়েকে ভাল মেয়ে হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলেই একমাত্র ধর্ষণ জাতীয় অপরাধ কমতে পারে। বাবা মায়ের উচিত তাঁদের মেয়েকে সংস্কার এবং সংস্কৃতি শেখানো।" সুরেন্দ্র সিং-এর এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল দেশজুড়ে। আজ করোনা ভাইরাস নির্মূল করতে গোমূত্র পান করার নিদান দিয়ে ফের একবার তিনি সংবাদ শিরোনামে চলে এলেন।