ইয়াসের গতিবেগ কলকাতায় কম থাকবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইয়াসের গতিবেগ কলকাতায় কম থাকবে

Share This

ইয়াসের গতিবেগ কলকাতায় কম থাকবে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০৫/২০২১ : অনেকটা শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, ফুঁসছে সমুদ্র। ইয়াসের মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। উপকূল অঞ্চলে গত বেশ কিছুদিন ধরেই বার বার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। 

এই মুহূর্তে বাংলার দোরগোড়ায় ঘূর্ণি ঝড় ইয়াস। এই মুহূর্তে পারাদ্বীপের খুব কাছেই রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামীকাল সকাল আটটার পর ইয়াসের ল্যান্ডফল হবে দীঘা থেকে বালাসোরের মধ্যে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী ইয়াসের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার ও উত্তর ২৪ পরগনার মত জেলাগুলিতে। বঙ্গপসাগরে উত্তর পশ্চিমদিকে শক্তি বাড়িয়ে অনেকটাই এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস।

আগামীকাল সকালের পর যে মুহূর্তে ইয়াসের ল্যান্ডফল হবে, সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৬৫ থেকে ১৮০ কিলোমিটার হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি সেই গতিবেগ পৌঁছে যেতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।তবে দক্ষিণ ২৪ পরগনায় এই ঝড়ের গতিবেগ একটু কম অর্থাৎ ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঝড়ের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হওয়ায় শহর কলকাতায় ঝড়ের গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ইয়াসের  'আই' কলকাতার ওপর দিয়ে যাবে না।  


একেই পশ্চিমবাংলা করোনা মহামারীর সাথে লড়াই করছে। তার মাঝেই ইয়াস ঘূর্ণিঝড় রাজ্য সরকারের কপালে ভাঁজ ফেলেছে নতুন করে। এই মুহূর্তে রাজ্যের উপকূল অঞ্চলে প্রচন্ডবেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, তার পাশাপাশি অজয়, রূপনারায়ণ বা অন্যান্য নদীগুলির জল উত্তাল হয়ে উঠেছে। প্রশাসন যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু গ্রামে বাঁধ থাকা সত্ত্বেও নোনা জল ঢুকে পড়ছে চাষের জমিতে। 

ইয়াসের মোকাবিলায় একদিকে যেমন এনডিআরএফ বাহিনী তৎপর রয়েছে, তেমনি দমকল, পৌরসংস্থা, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বাহিনীও তৎপর হয়ে রয়েছে মানুষের প্রাণ বাঁচানোর জন্যে। উপকূলভাগ থেকে অন্তত ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। নবান্নের পাশে উপান্ন ভবনে ইয়াস ঝড়ের মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে আজ এবং আগামীকাল ঝড়ের ওপর নজর রেখে চলছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আইলা এবং আম্ফাণ ঘূর্ণিঝড়গুলি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী আগাম সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। আম্ফাণের মত যাতে গাছ পড়ে  গিয়ে অনেকদিন না ভুগতে হয়, টানা লোডশেডিং বা পাওয়ার কাট সমস্যায় ভুগতে না হয়, তার জন্যেই আগাম ব্যবস্থা নিয়ে রাখছে রাজ্য সরকার।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages