![]() |
সাংবাদিক বৈঠকে গৌরব বল্লভ |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত , ০১/০৬/২০২১ : দেশের কোভিড পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায় কেন্দ্র সরকারের ওপর চাপিয়ে কড়া সমালোচনা করলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ।
কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ বলেন, " কেন্দ্র সরকার যেভাবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করেছে তাতে দেশের অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়েছে। ফলে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।" এর আগেই দেশের রিজার্ভ ব্যাংক জানিয়েছে ২০২১ এর মার্চে রিজার্ভ ব্যাংকের কনজিউমার কনফিডেন্স সার্ভের রিপোর্ট জানাচ্ছে 'দেশে করোনা আবহে ক্রেতা সাধরন অর্থনৈতিক দিক থেকে মনোবল হারিয়ে ফেলছে, আর এর কারন হল দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উপার্জন কমে যাওয়া এবং বিভিন্ন জিনিসের অত্যাধিক মূল্যবৃদ্ধি।'
একটি সাংবাদিক বৈঠকে বল্লভ বলেন, "রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্টের একটা উল্লেখযোগ্য অংশ রয়েছে ব্যাঙ্ক প্রতারণা নিয়ে। আর সেটাই সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা। ২০১৪-১৫ আর্থিক বছরের তুলনায় শুধুমাত্র ২০২০-২১ আর্থিক বছরেই ব্যংক প্রতরনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অনেকটা। এই ব্যাংক প্রতারণার পরিমাণ ১.৩৮ লক্ষ কোটি টাকা। যদিও আরবিআই রিপোর্টের আর এক অংশে বলতে চেয়েছে ২০১৯-২০ আর্থিক বছরের তুলনায় ২০২০-২১ আর্থিক বছরে ব্যাংক প্রতারণার পরিমাণ কিছুটা কামানো গিয়েছে।"
কংগ্রেস নেতা গৌরব বল্লভ মোদী সরকারের বিরুদ্ধে কার্যত তিনটি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, "মোদী সরকারের কাছে আমার তিনটি প্রশ্ন রয়েছে। প্রথমত, গত সাত বছরে ব্যাঙ্ক প্রতারণা কেন নিয়ন্ত্রণ করতে পারল না মোদী সরকার ? দ্বিতীয়ত, ব্যাংকের সাথে প্রতারণা করা অর্থ উদ্ধারে মোদী সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে ? তৃতীয়ত, যারা আমাদের দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে, সেইসব প্রতারকদের থেকে কত টাকা এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ? মোদী সরকার এই সব প্রতারকের ব্যাবসা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে, অথবা এদের থেকে কোনো অর্থ উদ্ধার না করেই দেশ ছেড়ে চলে যেতে দিচ্ছে। শুধু তাই নয়, দেশের ব্যাঙ্কগুলোকে নতুন করে ক্যাপিটাল সাপোর্টও দিচ্ছে না মোদী সরকার। এতে করেই ব্যাঙ্কগুলি দুর্বল হয়ে পড়ছে। এর ফলে দেশের অর্থনীতির ওপারেও ব্যাপক চাপ পড়ছে।"