আজ খবর (বাংলা) মস্কো, রাশিয়া, ১১/০৫/২০২১ : বন্দুকবাজের হামলায় রাশিয়ার একটি স্কুলে প্রাণ গেল ১১ জন নিরীহ মানুষের, এই ১১ জনের মধ্যে একজন শিশুও আছে বলে জানতে পারা গিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকের মাধ্যমে।
খবরে যেটুকু জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম রাশিয়ায় কাজাম নামে একটি শহরে একটি স্কুলের মধ্যে এক বন্দুকবাজ হামলা চালিয়েছে। একটি স্কুলের মধ্যে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ অতর্কিতে তার বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেছিল বলে জানতে পারা গিয়েছে। বন্দুকবাজের হামলায় এখনো পর্যন্ত ওই স্কুলের মধ্যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই ১১ জনের মধ্যে রয়েছে একটি শিশুও।
বন্দুকবাজের হামলা থেকে বাঁচতে দুই শিশুকে তিন তলার জানলা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে বলে জানা হচ্ছে। হামলাকারী বন্দুকবাজকে চিহ্নিত করা গেলেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে কিনা জানা যায় নি। বিস্তারিত বিবরণের জন্যে অপেক্ষা করুন।