২০,৭৭০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন এক্সপ্রেসের নয়া নজির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২০,৭৭০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন এক্সপ্রেসের নয়া নজির

Share This

২০,৭৭০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন এক্সপ্রেসের নয়া নজির


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩০/০৫/২০২১ : দেশে বর্তমান কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস মারফত তরল মেডিকেল অক্সিজেন বিভিন্ন রাজ্যে সরবরাহের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ভারতীয় রেল ১২৩৭টি ট্যাংকার মারফত মোট ২০৭৭০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে।

মোট ৩০৫টি অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহ করে তাদের যাত্রা শেষ করেছে।

এর পাশাপাশি, ২৬ টি ট্যাংকার মারফত ৬ টি অক্সিজেন এক্সপ্রেস যাতে ৪২০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে, তা বর্তমানে যাত্রা পথে রয়েছে।

আসাম তাদের তৃতীয় অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৪ টি ট্যাংকারে আজ ৮০ মেট্রিক টন অক্সিজেন গ্রহণ করেছে।


দক্ষিণের রাজ্যগুলির মধ্যে অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং তেলেঙ্গানায় এযাবত ১৬০০ মেট্রিক টন অক্সিজেনের মাত্রা অতিক্রম করেছে।

গত ২৪ এপ্রিল মহারাষ্ট্রে ১২৬ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। রাজ্যগুলির প্রয়োজনে সময়মতো অক্সিজেন সরবরাহ করাই ভারতীয় রেলের লক্ষ্য।

রেলের পক্ষ থেকে এ পর্যন্ত ১৫ টি রাজ্যে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, এবং আসাম।

রেলের পক্ষ থেকে এই অক্সিজেন নেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের হাপা, বরোদা, মুন্ড্রা থেকে। পূর্বাঞ্চলের রাউরকেল্লা, দুর্গাপুর,, টাটানগর এবং আঙ্গুল থেকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages