![]() |
ললিত রামজীকে মোদীর শ্রদ্ধা (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২১ : চলে গেলেন আজাদ হিন্দ বাহিনীর বীর সেনানী শ্রী ললিত রাম জি. দেশের গর্ব নেতাজির স্বপ্নের বাহিনীর ইতিহাসের খাতা থেকে আরো এক একটা পাতা ঝরে পড়ল. তবু যে মানুষগুলো নিজের সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ মাতৃকাকে করার শপথ গ্রহণ করেছিলেন, তাঁদের প্রায়ানকে আমরা মহাপ্রয়াণ বলতে পারলাম কৈ ?
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তন সেনানী শ্রী ললিত রামজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তন সেনানী শ্রী ললিত রামজির মৃত্যু সংবাদে আমি ব্যথিত। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর সাহসী উদ্যোগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা মনে পড়ছে। ভারতের ইতিহাসে তাঁর মত মহান ব্যক্তিত্বর ভূমিকা উল্লেখযোগ্য হয়ে থাকবে।“