দেখে নিন, কোন বিধায়ক কোন মন্ত্রক পেলেন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেখে নিন, কোন বিধায়ক কোন মন্ত্রক পেলেন

Share This

দেখে নিন, কোন বিধায়ক কোন মন্ত্রক পেলেন


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৫/২০২১ :  আজ রাজ্য সরকার বিধায়কদের মধ্যে মন্ত্রক বন্টন করল; এক নজরে দেখে নেওয়া যাক বিধায়কদের মধ্যে কে কোন মন্ত্রক পেলেন -

পূর্ণমন্ত্রী :

  • মমতা বন্দ্যোপাধ্যায় -  মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কারমন্ত্রী, উদ্বাস্তু কল্যাণ মন্ত্রী, তথ্য সংস্কৃতিমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
  • সুব্রত মুখার্জি - পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, পাবলিক এন্টারপ্রাইস।
  • পার্থ চ্যাটার্জি - শিল্প ও বাণিজ্য, ইনফরমেশন টেকনলজি ও ইলেক্ট্রনিক্স, সংসদীয় বিষয়ক।
  • অমিত মিত্র - অর্থমন্ত্রী।
  • সাধন পাণ্ডে - ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর কর্ম সংস্থান।
  • জ্যোতিপ্রিয় মল্লিক - বন, রিনিউএবল এনার্জি।
  • বঙ্কিম চন্দ্র হাজরা - সুন্দরবন সম্পর্কিত মন্ত্রী।
  • মাংস রঞ্জন ভূইঁয়া -  জল সম্পদ উন্নয়ন মন্ত্রী।
  • সৌমেন কুমার মহাপাত্র - জলসেচ মন্ত্রী।
  • মলয় ঘটক - আইনমন্ত্রী।
  • অরূপ  বিশ্বাস - শক্তি, যুব ও ক্রীড়া মন্ত্রী 
  • উজ্জ্বল বিশ্বাস - কারামন্ত্রী 
  • অরূপ  রায় - সমবায়মন্ত্রী 
  • রথীন ঘোষ - খাদ্য ও খাদ্য সর্ব্রাহ্মন্ত্রী।
  • ফিরহাদ হাকিম - পরিবহন, আবাসনমন্ত্রী।
  • চন্দ্রনাথ সিনহা - ক্ষুদ্র ও কুটির শিল্প, বস্ত্র শিল্প।
  • শোভনদেব চ্যাটার্জি - কৃষিমন্ত্রী।
  • ব্রাত্য বসু - শিক্ষামন্ত্রী 
  • পুলক রায় - পাবলিক হেলথ ও ইঞ্জিনিয়ারিংম্যানট্রি।
  • শশী পাঁজা  -  শিশু ও নারী কল্যাণ মন্ত্রী।
  • মহম্মদ গোলাম রাব্বানী - সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী।
  • বিপ্লব মিত্র - কৃষি ও বিপন্নমন্ত্রী।
  • জাভেদ আহমেদ খান - বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স মন্ত্রী 
  • স্বপন দেবনাথ - পশুকল্যাণ মন্ত্রী 
  • সিদ্দিকুল্লা চৌধুরী - মাস এডুকেশন এক্সটেনশন ও লাইব্রেরি 
  • বেচারাম মান্না - শ্রমমন্ত্রী 
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী :
  • সুব্রত সাহা - খাদ্য প্রক্রিয়াকরণ ও হর্টিকালচার 
  • হুমায়ুন কবীর - প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নমন্ত্রী 
  • অখিল গিরি - মৎস্যমন্ত্রী 
  • চন্দ্রিমা ভাট্টাআচার্য্য - গ্রাম উন্নয়ন ও পুর বিষয়ক, 
  • রত্না দে নাগ - পরিবেশমন্ত্রী 
  • সন্ধ্যারাণী টুডু - পশ্চিমাঞ্চল উন্নয়ন 
  • বুলুচিকে বারাইক  - অনগ্রসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী 
  • সুজিত বসু - দমকলমন্ত্রী 
  • ইন্দ্রনীল সেন - পর্যটনমন্ত্রী 


প্রতিমন্ত্রী : 
  • দিলীপ মন্ডল - পরিবহন 
  • আখরুজ্জামান  -  শক্তি 
  • শিউলি সাহা - পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন 
  • শ্ৰীকান্ত মাহাতো - ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র
  • সাবিনা ইয়াসমিন- জলসেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন 
  • বীরবাহা  হাঁসদা - বন 
  • জ্যোৎস্না মান্ডি  - খাদ্য ও খাদ্য সরবরাহ 
  • পরেশ চন্দ্র অধিকারী - স্কুল শিক্ষা 
  • মনোজ তেওয়ারি - যুব ও ক্রীড়া 
বিজেপির তরফ থেকে আজ রাজ্যের বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে নন্দীগ্রামের বিজয়ী বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তৃণমূল পরিষদীয় দলের বিধানসভার মুখ্য সচেতক হলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং উপ মুখ্য সচেতক হলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages