আজ খবর (বাংলা), অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ১১/০৫/২০২১ : নিরাপত্তা বাহিনীর তৈরি ফাঁদে পড়া তিন জঙ্গীকে নিকেশ করলেন বাহিনীর জওয়ানরা।
আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকরনাগের ভাইলু এলাকায় জঙ্গীদের সাথে সম্মিলিত নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার শুরু হয়েছিল। কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টার চলার সময় তিনজন জঙ্গীকে ফাঁদে ফেলে দেয় নিরাপত্তা বাহিনী। ফাঁদে পড়া ওই তিন জঙ্গীরই এনকাউন্টারে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই তিন জঙ্গী লস্কর এ তৈবা জঙ্গী সংগঠনের সাথে যুক্ত ছিল।
এর আগে ৬ তারিখে নিরাপত্তা বাহিনী অল বদর জঙ্গী গোষ্ঠীর ৪ জনকে ঘিরে ধরেছিল সোপিয়ান অঞ্চলে। সেখানে এক জঙ্গী নিরাপত্তা বাহিনীর সামনে অস্ত্র নামিয়ে আত্মা সমর্পন করেছিল। বাকিরা আত্মসমর্পন করতে চায় নি, উল্টে তারা নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করেছিল, সেই সময় এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বাকি ৩ জঙ্গীকে গুলি চালিয়ে খতম করেছিল।