আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ২২/০৫/২০২১ : রাজ্যে করোনা আবহের পাশাপাশি এবার চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আজ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হরিদেবপুরের এক তরুণী। সম্ভবত এটাই ব্ল্যাক ফাঙ্গাসে আস্ক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনা।
পাশের রাজ্য ওড়িশায় অনেকটা ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস। আমাদের রাজ্যেও সবে মাত্র প্রবেশ করেছে এই রোগ। এই রোগে করোনার মতোই সর্দি, কাশি, গলা ব্যাথা, দাঁতে ব্যাথা এই সব লক্ষণ দেখা যায়। কিন্তু করোনার মত ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে ন এক ধরনের ছত্রাকের আক্রমনে এই রোগ হলেও রোগটি যথেষ্ট বিরল বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা। এই রোগে নাকের ওপর কাল ফাঙ্গাস দেখা যায় এবং এই ফাঙ্গাস চোখকে আক্রমন করে। দৃষ্টিশক্তি চলে যায়। ডাক্তাররা বলেছেন, যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের উচিত সতর্ক থাকা।
দক্ষিণ কলকাতার শহরতলি হরিদেবপুর অঞ্চলে শম্পাও চক্রবর্তী (৩২) করোনা সংক্ৰমন নিয়ে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সুস্থ হয়ে উঠছিলেন। গত ১৯ তারিখে লোকেদেরকে হাসপাতালের ডাককতাররা জানান শম্পাদেবীর ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। আজ তিনি মারা যান.