তৃণমূলের দলবদলুদের গলায় ঘরে ফেরার সুর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলের দলবদলুদের গলায় ঘরে ফেরার সুর

Share This

তৃণমূলের দলবদলুদের গলায় ঘরে ফেরার সুর


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৫/২০২১ : এবার তৃণমূল ছেড়ে দেওয়া দল বদলুদের গলায় ঘরে ফেরার সুর শোনা যেতে শুরু করেছে। কেউ বা সেই শুরে গান গাইতে শুরু করেছেন নিচু গলায়, আবার কেউ কেউ প্রকাশ্যেই ঘরে ফেরার গান গাইতে শুরু করেছেন।

কেউ প্রকাশ্যে আবার কেউ আব্দাল থেকে তৃণমূলে ফিরে আসার গান ধরেছেন। যেমন দীর্ঘদিন ধরে দিদির ছায়ায় থেকে আন্দোলন করতে শেখা সোনালী গুহ. রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সোনালী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই সময় যথেষ্ট ক্ষুব্ধ দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবু গেরুয়া শিবিরে গিয়ে যোগ দিয়েছিলেন মমতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী সোনালী গুহ. এখন কিন্তু সোনালীর গলায় ঘরে ফেরার গান শোনা যাচ্ছে।

সোনালী অবশ্য কোনো রকম রাখঢাক না করেই সরাসরি তৃণমূল সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়ে বলেছেন, "আমি আপনাকে ছেড়ে অন্য দলে গিয়ে ভুল করেছি! আমাকে  দিদি, আপনার আঁচলের তলে ফিরিয়ে নিন!"  তিনি টুইট করে বলেন, "মাছ কি জলছাড়া বাঁচতে পারে দিদি ? আমি ভুল করেছি৷ আমি জোয়ার ভেবে ভাটায় ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে। কিন্তু আজ পস্তাচ্ছি! আমাকে একবার সুযোগ দিন, আমি আপনার চরণ তলে নিজের বাকি জীবন টা কাটিয়ে দেবো।"


এদিকে সূত্র মারফত সোনা গেছে যে, এক এক করে অনেক দল বদলুদের-ই একই অবস্থা ভেতর ভেতর তাঁরা ঘরে ফেরার গান গাইছেন। কিন্তু সোনালী গুহ খোলাখুলি প্রকাশ্যে গান গেয়ে উঠলেন। কিন্তু এদিকে আবার তৃণমূল সমর্থক ও নিচু তলার কর্ম বৃন্দ দের মতে, 'দিদি যেন এই দল বদলুদের ঘরে না ফেরায়'। তাতে 'বাংলার মা মাটি মানুষের' ভাবমূর্তি নষ্ট হবে। এখন দেখার দিদি কি করেন ? তিনি কি তাঁর এই অবাধ্য দল বদলু ভাই বোনেদের ঘরে ফেরাবেন ? নাকি মুখ ফিরিয়ে নেবেন ?  বাংলার মানুষ তাকিয়ে সেই দিকেই।

রিপোর্ট : সৌমিক স্যান্যাল 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages