আজ খবর (বাংলা), নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ২৭/০৫/২০২১ : নিউ ব্যারাকপুরের বিলকান্দায় একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত ২.৪৫ নাগাদ আগুন লাগে কারখানায়। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা।
কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইয়াসের কারণে ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের। শুধু কারখানা নয় পাশের একটি ওষুধের বিল্ডিংয়ের আগুন ছড়িয়ে যায়। মূলত এখান থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধ সরবরাহ করা হয়। দমকলের অভিযোগ, প্রচুর স্যানিটাইজার মজুত করা ছিল সেখানে। পর পর ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার।
আশে পাশে বেশ কিছু ছোটবড় কারখানা রয়েছে। তাই যাতে আগুন না ছড়িয়ে যায় সেকারণেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। কারখানার ভেতরে কয়েকজনের আটকে পড়ার সম্ভবনাও রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিভাবে আগুন লাগল জানার জন্যে এখনো পর্যন্ত চারজন কারখানা কর্মীর ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে তারা ভেতরে আটকে রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিভিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা করা হচ্ছে। (দেখুন ভিডিও)
রিপোর্ট : বিক্রান্ত রায়