আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৮/০৫/২০২১ : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নেওয়া পদক্ষেপ অনুযায়ী এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের নেতৃত্বে ২০২০ ও ২০২১-এ করোনায় মৃত সাংবাদিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। সাংবাদিক কল্যাণ প্রকল্পে এই অর্থ প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকার আজ সাংবাদিক কল্যাণ প্রকল্প রুপায়ন কমিটির এই প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচিব শ্রী অমিত খারের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সরকার করোনায় মৃত সাংবাদিকদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। করোনায় আক্রান্ত হয়ে ২০২০- ২১ আর্থিক বছরে ২৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তবে, এ পর্যন্ত মোট ৬৭ জন প্রাণ হারিয়েছেন। নিহত সাংবাদিকদের পরিবাররা কিভাবে সরকারের এই অর্থ পেতে পারেন সে সম্পর্কে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
সাংবাদিক কল্যাণ প্রকল্প কমিটির বৈঠকের মাধ্যমে আজ মৃত ১১ জন সাংবাদিক পরিবারের আবেদনপত্র গৃহীত হয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর মুখ্য মহানির্দেশক জয়দীপ ভাটনগর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী যুগ্মসচিব শ্রী বিক্রয় সহায় এবং সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে শ্রী সন্তোষ ঠাকুর, শ্রী অমিত কুমার, শ্রীমতি সারজানা শর্মা প্রমূখ।
সাংবাদিক কল্যাণ প্রকল্পে সাংবাদিক ও তাঁদের পরিবার সহায়তার জন্য পিআইবির ওয়েবসাইটে আবেদন করতে পারেন।