ইয়াসের চোখ রাঙানীকে মোকাবিলা করতে ততপর মমতা সরকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইয়াসের চোখ রাঙানীকে মোকাবিলা করতে ততপর মমতা সরকার

Share This


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০৫/২০২১ :  আম্ফাণ থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসকে মোকাবিলা করার জন্যে পুরোপুরি প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে রাখা সব কিছুতেই প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং প্রবল বর্ষণ। সমুদ্রের নোনা জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতেও।

আগামীকাল সকালে দীঘা এবং বালাসোরের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াস প্রবলবেগে স্থলভাগে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল অঞ্চলে প্রবলবেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে দীঘার সমুদ্র রীতিমত ফুঁসছে। উত্তাল হয়ে উঠেছে নদীগুলিও। সমুদ্রের নোনা জল ইতিমধ্যেই চাষের জমিতে ঢুকতে শুরু করেছে।  দীঘার সমুদ্র ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে। রাজ্যের উপকূলভাগে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

এই মুহূর্তে দীঘা ও বালাসোর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে এবং পারাদ্বীপি থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস।  সে এখন অত্যন্ত কম গতিতে একটু একটু করে নিজের শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে চলেছে। এইভাবে এগিয়ে চললে আগামীকাল সকাল আটটা নাগাদ বা তার কিছুটা পরে ইয়াস দীঘা ও বালাসোরের মধ্যবর্তী অঞ্চল ভদ্রেশ্বরের চাঁদবালিতে স্থলভাগে আছড়ে পড়বে।  স্থলভাগে আছড়ে পড়ার  সময় ইয়াসের গতিবেগ থাকতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বলে মনে করা হচ্ছে। সকাল  ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ইয়াস ধামসা পোর্ট অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ততপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের পাশে উপান্ন ভবনে খোলা হয়েছে রাজ্যের মূল কন্ট্রোল রুম, যেখানে থেকে বসে আজ সারাদিন ঘূর্ণিঝড়ের ওপর নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালও তিনি উপান্ন ভবন থেকে বসেই প্রয়োজনীয় নির্দেশ দেবেন। মমতা আজ জানিয়েছেন, "ইয়াসের  মোকাবিলায়  রাজ্যে মোট ৭৪ হাজার বিপর্যয় মোকাবিলা দল এবং ২ লক্ষ পুলিশ কাজ করছে। এছাড়াও তৈরি আছে দমকল বাহিনী। এখনো পর্যন্ত ৯ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটা ব্লকে ত্রাণ শিবির খোলা হয়েছে। এই রকম ত্রাণ শিবিরের সংখ্যা ৪ হাজার।"

আজই শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামীকাল সকালের পরেই এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী হয়ে দীঘা ও বালাসোরের মাঝের উপকূলভাগে আছড়ে পড়তে চলেছে। তারপর ঘূর্ণিঝড় উত্তর পশ্চিমদিকে এগিয়ে যাবে ঝাড়খন্ড রাজ্যের অভিমুখে। ততক্ষণে অবশ্য অনেকটাই শক্তি হ্রাস হবে তার। তবে আপাতত যথেষ্ট শক্তিশালী সে, ইয়াসের মোকাবিলা করতে তৎপর রয়েছে এনডিআরএফ, উপকূল রক্ষী বাহিনী  এবং ভারতীয় নৌসেনার জওয়ানরাও।

(দেখুন ভিডিও) দীঘার সমুদ্র ফুঁসছে, সাগরে সমুদ্রের জল ঢুকছে লোকালয়ে, শুরু হয়েছে প্রবল বৃষ্টি।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages