ফেক ছবি দেখিয়ে অশান্তি ছড়ানো হলে ব্যবস্থা নেব : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফেক ছবি দেখিয়ে অশান্তি ছড়ানো হলে ব্যবস্থা নেব : মমতা

Share This

ফেক ছবি দেখিয়ে অশান্তি ছড়ানো হলে ব্যবস্থা নেব : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২১ :  রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বিস্তর অভিযোগ তোলা হয়েছে, কিন্তু সেইসব অভিযোগকে খুব একটা গুরুত্ত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে না হতেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর অত্যাচার শুরু করেছে। এর সপক্ষে বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে।যেখানে দেখা যায় গ্রামে গঞ্জে বেশ কিছু মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাদের পার্টি অফিসে ভাংচুর চালানো হচ্ছে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে  পি নাড্ডাও দুদিনের রাজ্য সফরে এসে এই অত্যাচারের বিরুদ্ধে ধর্নায় বসার কথা বলেছেন। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে বিধানসভা নির্বাচনের পুনর্গননা নিয়েও অনেকে সোচ্চার হয়েছেন।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কড়া মনোভাব দেখান। তিনি বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে না থাকায় গত তিন মাসে বেশ কিছু জায়গায় অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানেই বেশি অশান্তি হচ্ছে। কিন্তু আজ থেকেই আমি কড়া  হাতে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করব। যে সব অফিসারদের নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল, সেই অফিসারদের ফের ফিরিয়ে আনা হবে। বহু জায়গায় অশান্তির ফেক ভিডিও প্রকাশ করে আরও অশান্তি ছড়ানোর ঘটনা ঘটছে। এটা  বরদাস্ত করা হবে না। আমি সব রাজনৈতিক দলকেই আবেদন করছি, রাজ্যের সর্বত্র শান্তি বজায় রাখুন। যারা যারা রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের কাউকে ছাড়া হবে না। আইন আইনের পথে চলবে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages