কোভিড পরিস্থিতিতে অসামান্য দায়িত্ব পালন নৌবাহিনীর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোভিড পরিস্থিতিতে অসামান্য দায়িত্ব পালন নৌবাহিনীর

Share This

কোভিড  পরিস্থিতিতে অসামান্য দায়িত্ব পালন নৌবাহিনীর


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৪/০৫/২০২১ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং সাক্ষাৎ করেছেন। মহামারীর সময়ে দেশবাসীকে সাহায্য করতে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন উদ্যোগের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। নৌবাহিনী সমস্ত রাজ্য প্রশাসনকে তাদের হাসপাতাল ব্যবহার করা ছাড়াও বিভিন্ন সামগ্রী পরিবহণের প্রস্তাব দিয়েছে। নানা শহরে থাকা নৌবাহিনীর হাসপাতালগুলি সাধারণ মানুষের চিকিৎসার জন্য খুলে দেওয়া হয়েছে।

শ্রী সিং আরও জানিয়েছেন, কোভিডের চিকিৎসা করতে দেশের নানা জায়গায় নৌবাহিনীতে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা কাজ করছেন। কোভিড সংক্রমণের চিকিৎসার জন্য নৌবাহিনীর সদস্যরা যুদ্ধ ক্ষেত্রে অসুস্থকে সেবা করার যে প্রশিক্ষণ পেয়ে থাকেন, সেটিকে কাজে লাগানো হচ্ছে।

নৌবাহিনীর প্রধান আরও জানিয়েছেন, লাক্ষ্মাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অক্সিজেনের সরবরাহ বাড়াতে নৌবাহিনী সাহায্য করছে। বাহেরিন, কাতার, কুয়েত এবং সিঙ্গাপুর থেকে অক্সিজেন কন্টেনার সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম ভারতে পরিবহণের জন্য ভারতীয় নৌবাহিনীর উদ্যোগের বিষয়েও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages