তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতার

Share This

তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতার
তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২১ :  দীর্ঘ প্রতীক্ষার অবসান হল, আজ রাজভবনে গিয়ে তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার শাসনব্যবস্থা নিজেদের হাতে ধরে রাখতে সফল হয়েছে। আজ সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখরের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। এরপর তাঁর কনভয় রেড রোড  ধরে দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে পৌঁছে যায় নবান্নে। সেখানে তাঁকে গার্ড অফ অনার  দেওয়া হয়। এরপর মমতা প্রবেশ করেন নবান্নে।

রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় সঙ্কট করোনা সংক্ৰমন। সেইসঙ্গে করোনা প্রতিষেধক এবং অক্সিজেনের অভাব। এই বিষয়টি নিয়ে মমতা সাড়ে বারোটা নাগাদ নবান্নে বিশেষ বৈঠকে বসবেন। এই মুহূর্তে সব সঙ্কট কিভাবে দূর করে রাজ্যে করোনা পরিস্থিতি সামলানো যায় সেই সিদ্ধান্তেই পৌঁছাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি একটি সাংবাদিক বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে।

নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার খবর পাওয়া যাচ্ছে। বিরোধী দল বিজেপি এই নিয়ে বিস্তর অভিযোগ তুলতে শুরু করেছে। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, "যেহেতু রাজ্যে নির্বাচন চলছিল, তাই শাসন ব্যবস্থা ছিল নির্বাচন কমিশনের হাতে, তারা পুলিশ ও প্রশাসনের বেশ কিছু অফিসারদের বদলি করে দিয়েছিলেন। এবার রাজ্য সরকার এই বিষয়টিকে কড়া  হাতে মোকাবিলা করবে। ভোট পরবর্তী হিংসা যারাই করে থাক না কেন, তারা রেহাই পাবে না।  যারা হিংসা করেছে, তারা যে দলের লোক হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে।" পাশাপাশি তিনি রাজ্যবাসীকে রাজ্যে শান্তি কায়েম রাখার অনুরোধও জানিয়েছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages