রাজভবনে অনাড়ম্বরভাবে ৪৩ মন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান করা হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজভবনে অনাড়ম্বরভাবে ৪৩ মন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান করা হল

Share This

 

রাজভবনে অনাড়ম্বরভাবে ৪৩ মন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠান করা হল
রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৫/২০২১ : করোনা আবহে যথেষ্ট সংক্ষিপ্তভাবে আজ রাজভবনে শপথগ্রহন করলেন রাজ্যের ৪৩ জন মন্ত্রী।

আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ মোট ৪৩ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন। আজ যাঁরা শপথ গ্রহণ করলেন তাঁদের মধ্যে  ২৪জন রয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে, ৯ জন আছেন প্রতিমন্ত্রী হিসেবে এবং ১০ জন আছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে। 


করোনা আবহে আজ একেবারেই অনাড়ম্বরভাবে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হয়। গোটা অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে করা হয়। সেভাবে কোনো অতিথিকেও আমন্ত্রণ জানানো হয় নি রাজভবনে। আলাদাভাবে নয়, সব মন্ত্রীদের একসাথে শপথবাক্য  পাঠ করানো হয়েছে। রাজ্য সরকারের এখন প্রধান লক্ষ্য রাজ্যে করোনা সংক্ৰমন দ্রুত নিয়ন্ত্রণ করা, তাই সব রকম অনুষ্ঠান কাটছাঁট করেই আজ মন্ত্রীদের শপথগ্রহন অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে করা হয়।

যে সব মন্ত্রীরা আজ শপথ গ্রহণ করলেন তাঁরা হলেন - পূর্ণমন্ত্রী - সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, বঙ্কিম চন্দ্র হাজরা, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, মানস  ভূইঁয়া, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ  রায়, রথীন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, ফিরহাদ হাকিম, পুলক রায়, শোভনদেব চ্যাটার্জি, ব্রাত্য বসু, বিপ্লব মিত্র, শশী পাঁজা , মহম্মদ গোলাম রব্বানী, স্বপন দেবনাথ, জাভেদ আহমেদ খান ও সিদ্দিকুল্লা চৌধুরী।

প্রতিমন্ত্রী - দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বিরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, পরেশ চন্দ্র অধিকারী ও মনোজ তেওয়ারি।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী - বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলুচিক বারাইক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages