আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩১/০৫/২০২১ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অভাবনীয় সাফল্যের ৭ বছর পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। একগুচ্ছ ট্যুইটে অমিত শাহ বলেছেন, 'মোদী সরকার উন্নয়ন, নিরাপত্তা, জনকল্যাণ এবং লক্ষ্যণীয় সংস্কারের ক্ষেত্রে অতুলনীয় সমন্বয় বজায় রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে'।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, 'এই ৭ বছরে নরেন্দ্র মোদী একদিকে তাঁর দৃঢ় সংকল্প, সার্বিক ও জনকল্যাণমুখী নীতি গ্রহণের মাধ্যমে দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন; দরিদ্র মানুষ, কৃষক এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে সমাজের মূলস্রোতে সামিল করে তাদের জীবন-যপানের মানোন্নয়ন ঘটিয়েছেন এবং অন্যদিকে তাঁর বিচক্ষণ নেতৃত্বে ভারত এক শক্তিশালী দেশ হয়ে উঠেছে'।
অমিত শাহ আরও বলেছেন, "গত ৭ বছরে দেশবাসী মোদীজীর সেবা এবং দৃঢ় সংকল্পের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছেন, এজন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। মোদীজীর দূরদৃষ্ট সম্পন্ন নেতৃত্বে আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করে জয়ী হব এবং ভারতের উন্নয়নমূলক অগ্রগতির নিরবচ্ছিন্ন যাত্রাপথ সচল থাকবে বলেই আমার বিশ্বাস।"