আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্ণাটক, ০৯/০৫/২০২১ : এবার ভারতীয় সেনার অন্তর্ভুক্ত করা হল মহিলা সামরিক পুলিশের প্রথম ব্যাচকে।
বেঙ্গালুরুতে দ্য কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের (সিএমপি সি অ্যান্ড এস) দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে আজ ৮৩ জন মহিলা সৈন্যের প্রথম ব্যাচের অ্যাটাস্টেশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সমস্ত কোভিড বিধি মেনে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট প্যারেড পর্যবেক্ষণ করার সময় সদ্য যোগ দেওয়া মহিলা সেনাদের অনবদ্য ড্রিলের জন্য প্রশংসা করেন এবং ৬১ সপ্তাহের এই প্রশিক্ষণ শিবিরে কঠোর অনুশীলনের জন্য তাদেরকে অভিনন্দন জানান। নানা ধরণের পুলিশি দায়িত্ব এবং যুদ্ধবন্দীদের পরিচালনা, আনুষ্ঠানিক দায়িত্ব ও দক্ষতা বিকাশ এবং সমস্ত যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল যোগাযোগ এই প্রশিক্ষণ পর্বে শেখানো হয়। তিনি আসা প্রকাশ করেন যে কর্তব্য নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবার গুণাবলীর তাদের উন্নতির সহায়ক হবে এবং তাদের নতুন ইউনিটকে আরও শক্তি যোগাবে।