আজ খবর (বাংলা), পুনে, মহারাষ্ট্র, ০৪/০৫/২০২১ : একজন অসুস্থ রোগীকে ভেন্টিলেশন সহ বেড দেওয়ার জন্যে ১ লক্ষ টাকা নেওয়ায় আজ মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার করা হল ৩ চিকিৎসককে।
পুনের পিম্পরি চিনচোয়ার নামক একটি জায়াগায় একটি হাসপাতালে এক অসুস্থ রোগীকে ভেন্টিলেশন সহ বেড-এর ব্যবস্থা করে দেন ৩ চিকিৎসক, কিন্তু তার জন্যে রোগীর পরিবারের থেকে তাঁরা মোট ১ লক্ষ টাকা নেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়, শেষ পর্যন্ত মিউনিসিপাল কর্পোরেশন নিজেই উদ্যোগী হয়ে ওই তিন চিকিসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুনের পুলিশ ওই তিন চিকিসককে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গোটা দেশ জুড়েই করোনা ভাইরাসের দ্বিতীয় প্রবাহ দাপট দেখাচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নতুন করে এই ভাইরাসের কবলে পারে হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন। বহু মানুষের প্রাণ যাচ্ছে প্রতিদিন। দেশের মধ্যে মহারাষ্ট্র রাজ্যেই করোনার দাপট দেখা গিয়েছে সবচেয়ে বেশি। অথচ কিছু সুযোগসন্ধানী মানুষ এই দুর্দিনেও নিজেদের পকেট ভর্তি করার জন্যে কালোবাজারী শুরু করে দিয়েছে। দুর্দশাগ্রস্ত মানুষের অসহায়তার সুযোগ নিতে তারা ছাড়ছে না।
মহারাষ্ট্রের পুলিশ ইতিমধ্যেই রেমডেসিভির, অক্সিজেন এবং অন্যান্য মেডিকেল সরঞ্জাম নিয়ে কালোবাজারিতে মেতে ওঠা মানুষদের গ্রেপ্তার করতে শুরু করেছে। আর আজ পুলিশের জালে ধরা পড়ে গেল তিন চিকিৎসক। অসুস্থ হয়ে যে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় সাধারণ মানুষকে, সেই চিকিৎসককেই আজ রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা পালন করতে দেখা গেল।