আজ খবর (বাংলা), হৃদবার, উত্তরাখন্ড, ০৫/০৫/২০২১ : শুধুমাত্র অক্সিজেনের অভাবেই মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা ৫ রোগীর। এবার ঘটনাস্থল হরিদ্বারের রুরকি হাসপাতাল।
ঘটনার বিবরণ অনুযায়ী জানা গিয়েছে, হরিদ্বারের আজাদ নগর এলাকায় রুরকি হাসপাতালে মোট ৮৫টি শয্যার সবক'টি শয্যাতেই রোগীরা ভর্তি ছিলেন। সোমবার মধ্যরাতে এই হাসপাতালে আচমকাই অক্সিজেন ফুরিয়ে যায়।হাসপাতাল কর্তৃপক্ষ তখন জরুরি ভিত্তিতে ২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিল, কিন্তু সেই অক্সিজেনও ভোর চারটের সময় শেষ হয়ে যায়। অক্সিজেন না পেয়ে হাসপাতালের রোগীরা ব্যাপক শ্বাসকষ্টে ভুগতে থাকেন। এর মধ্যেই ৫ রোগীর মৃত্যু হয়।"
অক্সিজেনের অভাবে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আজাদ নগর এলাকায়। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, দেশ জুড়েই অক্সিজেনের আকাল চলছে, আর অক্সিজেনের অভাবে বিভিন্ন হাসপাতালগুলিতে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন।