১ মাসে ৮০০০ শিশু করোনা আক্রান্ত মহারাষ্ট্রে, বিহারে মরিয়া ৪ শিশুর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১ মাসে ৮০০০ শিশু করোনা আক্রান্ত মহারাষ্ট্রে, বিহারে মরিয়া ৪ শিশুর

Share This

১ মাসে ৮০০০ শিশু করোনা আক্রান্ত মহারাষ্ট্রে, বিহারে মরিয়া ৪ শিশুর
ভালো থেকো তোমরা....


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩১/০৫/২০২১ : ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত শিশুরাও। বিহারে এই মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যুও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

করোনা ভাইরাস ছেড়ে কথা বলছে না শিশুদেরকেও। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে মহারাষ্ট্রের আহম্মদনগরে গত এক মাসে আট হাজারের বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রের আহম্মদনগরে এই কারণেই শিশুদের ওপর অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার। আরও একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে মহাৰাষ্ট্ৰ থেকেই আগামী জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথম দিকে করোনা ভাইরাসের তৃতীয় প্রবাহ শুরু হতে চলেছে। এই তৃতীয় প্রবাহও ছড়িয়ে পড়তে পারে দেশের বিভিন্ন রাজ্যে।



এদিকে বিহারের দ্বারভাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার শিশুর বলে খবর পাওয়া যাচ্ছে ।যদিও ওই চার শিশুর সকলের দেহেই করোনা টেস্টের  রিপোর্ট পজিটিভ আসেনি। গত কয়েকদিনের মধ্যেই বিহারের দ্বারভাঙা মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। ওই চার শিশু শ্বাসকষ্টজনিত অসুখে এবং নিউমোনিয়ার মত অসুখে ভুগছিল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। এদের অবস্থা সঙ্কটজনক ছিল. এদের মধ্যেই একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল, বাকি ৩ জনের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে জানা গিয়েছে।  

আমাদের দেশে শিশুদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হয় নি এখনো পর্যন্ত। শিশুদের ওপর ভ্যাকসিনের প্রয়োগ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। তবে এবার ৫ বছরের ঊর্দ্ধে শিশুদেরকে করোনা প্রতিষেধক দেওয়ার কথা ভাবা হচ্ছে। জাইদাস নামে একটি সংস্থা শিশুদের করোনা প্রতিষেধক তৈরি করবে বলে জানা যাচ্ছে।  


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages