ওষুধ ও সরঞ্জাম করমুক্ত করুন : প্রধানমন্ত্রীকে আর্জি মমতার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ওষুধ ও সরঞ্জাম করমুক্ত করুন : প্রধানমন্ত্রীকে আর্জি মমতার

Share This

ওষুধ ও সরঞ্জাম করমুক্ত করুন : প্রধানমন্ত্রীকে আর্জি মমতার


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৫/২০২১ :  ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি করোনা চিকিৎসা সংক্রান্ত জীবনদায়ী ওষুধ ও অন্যান্য সরঞ্জামের ওপর জিএসটি এবং কাস্টমস ডিউটি মকুব করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। 

গোটা দেশে করোনা রোগীদের জন্যেই অসাধারন পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই তিনি দেশের সব নাগরিক যাতে বিনামূল্যে করোনার প্রতিষেধক টিকা বিনামূল্যে পান, তার জন্যে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। কিন্তু করোনার চিকিৎসা সংক্রান্ত যে সব জীবনদায়ী ওষুধ ও অন্যান্য সরঞ্জাম আছে, সেগুলির দাম বেশ চড়া।  আর সেসব জোগাড় করতে দেশের সাধারণ মানুষের বেশ সমস্যা হচ্ছে।  করোনা সংক্ৰমিত রোগীদের একেবারে পাশে থেকে প্রথম থেকেই কাজ করতে দেখা গিয়েছে ফ্রন্টলাইন ওয়ারিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণেই সম্ভবত তিনি বুঝতে পেরেছেন যে, করোনার চিকিৎসা সংক্রান্ত ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম কিনতে সাধারণ মানুষের বেশ সমস্যা হচ্ছে। সেই কারণেই মমতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করলেন, যাতে ওই জীবনদায়ী ওষুধ এবং সরঞ্জামের ওপর থেকে জিএসটি এবং কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়।  

মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুতর একটি বিষয়ে অবগত করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আপনাকে একটি গুরুতর বিষয়ে অবগত করছি যে, পরিকাঠামো সহ মেডিকেল সিস্টেম, সরঞ্জাম, ওষুধ, অক্সিজেন এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যেভাবে করোনা সংক্ৰমন বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু যেভাবে সর্বত্র করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এগুলি যথেষ্ট অপ্রতুল হয়ে পড়ছে। বেশ কিছু সংস্থা, ব্যক্তি ও সংঠন অক্সিজেন সহ অন্যান্য সামগ্রী আমাদের হাতে তুলে দিতে এগিয়ে এসেছে। এরা আমাদের হাতে অক্সিজেন কন্সেন্ট্রেটর, সিলিন্ডার, ক্রাইওজেনিক  স্টোরেজ ট্যাঙ্ক, ট্যাংকার ও ট্যাংক কন্টেইনার এবং করোনা চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্র তুলে দিয়েছে। এই দাতা বা ডোনাররা আমাদের কাছে আবেদন করেছে যাতে এই সঙ্কটের সময় করোনার চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্র, জীবনদায়ী ওষুধ এবং অন্যান্য সরঞ্জামের ওপর জিএসটি এবং কাস্টমস ডিউটি তুলে দেওয়া হয়।  এতে করে এই সামগ্রীগুলির দাম কিছুটা হলেও কম পড়বে।"

মমতা বলেন, "আমি মনে করি এই সংকটের সময় এই সামগ্রীগুলির ওপর থেকে কর তুলে নেওয়া উচিত হবে।  এই মুহূর্তে সরকারের কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, মানুষের পাশে এসে দাঁড়ানো। কিন্তু জীবনদায়ী ওষুধ বা করোনার চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সামগ্রীর ওপর করমুক্ত না হলে সাধারণ মানুষ যেমন অসুবিধায় পড়বেন, তেমনই  যে সব মানুষ বা সংস্থা করোনা সংক্ৰমিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরাও অসুবিধায় পড়বেন।" মমতার এই আর্জি মেনে নিলে গোটা দেশের মানুষই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages