আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩০/০৫/২০২১ : ডোমিনিকাতে গ্রেপ্তারির একদিন পর ভারতীয় বংশদ্ভূত ঋণ খেলাপি হীরে ব্যবসায়ী মেহুল চোকসির যে প্রথম ছবি প্রকাশ্যে এসেছে, তাতে তাঁর শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। মনে হচ্ছে ডোমিনিকায় মেহুল চোকসি আক্রান্ত হয়েছিলেন, এবং তাঁকে কেউ বা কারা বেশ মারধর করেছে।
মেহুল চোকসিকে গ্রেপ্তারির পর এন্টিগা নিউজ রুম থেকে তাঁর যে প্রথম ছবিগুলি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে মেহুল চোকসির বাম হাতে এবং বাম চোখের তলায় ক্ষতচিহ্ন রয়েছে। বাম হাতের বেশ কিছুটা জায়গায় কালশিটে দাগ রয়েছে। মেহুলের বাম চোখের নিচেও রক্ত জমে থাকতে দেখা গিয়েছে। এই মুহূর্তে এন্টিগার জেলে রয়েছেন মেহুল চোকসি। ছবিগুলি প্রকাশ করে এন্টিগা নিউজ রুম দাবী করেছে যে সেগুলিই জেলে থাকা মেহুল চোকসির প্রথম ছবি।
একটি সাক্ষাৎকারে ভারতীয় হীরে ব্যবসায়ী মেহুল চোকসির আইনজীবী ওয়েইন মার্শ বলেছেন, "আমার মক্কেল মেহুল চোকসিকে গত রবিবার (২৩শে মে) অপহরণ করা হয়েছিল এবং তাঁকে ব্যাপক মারধর করা হয়েছিল। আমি লক্ষ্য করে দেখেছি, তাঁকে বেশ কয়েকবার প্রহৃত হতে হয়েছিল। তাঁর চোখের নিচে এখনো রক্ত জমাট বেঁধে আছে. তাঁর শরীরে বেশ কিছু জায়গায় ছেঁকা দেওয়া হয়েছিল। (কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস থেকে ছেঁকা দেওয়া হয়েছিল); মেহুল আমাকে বলেছেন তাঁকে এন্টিগার জলি হারবার থেকে অপহরণ করা হয়েছিল এবং ডোমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যে তাঁকে অপহরণ করেছিল, তাকে মেহুলের ভারতীয় বলেই মনে হয়েছিল।"
প্রসঙ্গত উল্লেখ্য, মেহুল চোকসি ও তাঁর আত্মীয় নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে আত্মগোপন করে রয়েছেন। ভারত এই দুই অভিযুক্তকেই নিজেদের হেফাজতে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্তরে। এই মুহূর্তে দুজনেই গ্রেপ্তার হয়ে জেলে থাকলেও তাঁরা রয়েছেন বিদেশে। সব রকম আইনি জটিলতা, কূটনৈতিক চুক্তির জট কাটিয়ে এই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে পেতে চাইছে ভারত।