আজ খবর (বাংলা), দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ১৩/০৫/২০২১ : অক্সিজেনের ক্ষেত্রে এখনো ত্রাতার ভূমিকায় পশ্চিমবঙ্গ। রাজ্যে অক্সিজেনের ব্যাপক ঘাটতি থাকা সত্ত্বেও তামিলনাড়ুতে অক্সিজেনের ঘাটতি মেটাতে গতকাল দুর্গাপুর থেকে অক্সিজেন নিয়ে রওনা হল 'অক্সিজেন এক্সপ্রেস' নামে একটি ট্রেন।
সাদার্ন রেলওয়ের বিবরণ অনুযায়ী, গতকাল রাত্রি ৯:৪৫ মিনিটে দুর্গাপুর থেকে একটি বিশেষ ট্রেন তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হয়েছে, এই ট্রেনের নাম 'অক্সিজেন এক্সপ্রেস'। এই ট্রেনের চারটি বগিতে মোট ৮০ মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন (LMO ) পাঠানো হয়েছে তামিলনাড়ুর টন্দিয়ারপেট স্টেশনের উদ্দেশ্যে। ইতিমধ্যেই ভারতীয় রেল দাবী করেছে এরকম ১০০টি অক্সিজেন এক্সপ্রেস দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে বিভিন্ন রাজ্যে সামগ্রিক অক্সিজেনের অভাব দূর করার জন্যে।
ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত রেল ৩৯৬টি ট্যাংকারে করে মোট ৬,২৬০ মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। তার মধ্যে শুধুমাত্র গতকালই মহারাষ্ট্রে পৌঁছানো হয়েছে ৪০৭ মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন। উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে প্রায় ১৬৮০ টন অক্সিজেন, মধ্যপ্রদেশে পৌঁছেছে ৩৬০ টন অক্সিজেন, হরিয়ানায় পৌঁছেছে ৯৩৯ টন অক্সিজেন, তেলেঙ্গানায় ১২৩ টন, রাজস্থানে ১৪০ মেট্রিক টন, কর্নাটকে ১২০ মেট্রিক টন এবং রাজধানী দিল্লীতে পৌঁছেছে ২,৪০৪ মেট্রিক টন অক্সিজেন।