আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৯/০৫/২০২১ : শুধুমাত্র প্রার্থনা এবং কিছু সহৃদয় মানুষের যত্ন ফিরিয়ে দিল দেশের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্তের জীবন।
যখন তার করোনা পজেটিভ সনাক্ত হয় তখন তার বয়স মাত্র ২০ দিন আর তাকে করোনা যোদ্ধা হতে সময় লেগেছে দশ দিন। দশ দিনের মধ্যেই তার বাবা-মায়ের প্রার্থনা এবং চিকিৎসক ও নার্সদের নিঃস্বার্থ পরিষেবা এবং দক্ষতা তাকে মারাত্মক করোনা ভাইরাস থেকে মুক্ত করেছে।
আরটি-পিসিআর সহ সমস্ত পরীক্ষায় কোভিড নেগেটিভ রিপোর্ট হওয়ার পরে রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ করোনা জয়ী শিশু সুখদীপ সিংকে গতকাল যখন জলন্ধরের পাঞ্জাব ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)থেকে ছেড়ে দেওয়া হয় তখন চারদিকে সবার মুখেই ছিল যুদ্ধ জয়ের হাসি।
ছোট্ট সুখদীপের বাবা গুরদীপ সিং জানিয়েছেন, "সন্তান প্রাপ্তিতে যতটা আনন্দ পেয়েছিলাম ততটাই শঙ্কিত হয়ে উঠেছিলাম যখন জানতে পারি ঐটুকু শিশুও মারাত্মক করোনা রোগে আক্রান্ত হয়েছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ যে তাঁরা আমার সন্তানের প্রাণ রাখা করে দিয়েছেন।"