আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/05/2021 : এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল, দক্ষিণ কলকাতার ভবানিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পদ ছাড়তে চলেছেন তৃণমূলের শোভনদেব চ্যাটার্জি ।
এই মুহুর্তে বিধানসভা ভবনে পৌঁছে গিয়েছেন শোভনদেব চ্যাটার্জি । সেখানে গিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষের হাতেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। শোভনবাব চলতি মাসেই 2 তারিখে ভবানিপুর কেন্দ্রে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন ।
রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, ভবানিপুর আসনে উপ নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়াতে চলেছেন নেত্রী মমতা ব্যানার্জি নিজেই। কেননা তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 6 মাসের মধ্যে তাঁকে রাজ্যের কোনো না কোনো বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতেই হবে। তাই ভবানীপুর থেকেই তিনি ভোটে দাঁড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে এখনো এই ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।