![]() |
খাবার দিতে বের হচ্ছেন চক্রবর্তী দম্পতি |
আজ খবর (বাংলা), হিন্দমোটর্স, হুগলি, পশ্চিমবঙ্গ, ১২/০৫/২০২১ : ভয় কে জয় করে হিন্দমোটর সুকান্ত নগরের চক্রবর্তী দম্পতি ,করোনা আক্রান্ত ও তার পরিবার কে বিনামূল্যে রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিশ্বজিৎ চক্রবর্তী ও তার স্ত্রী লক্ষীপ্রিয়া চক্রবর্তী,তাদের এই মানবিক উদ্দোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারন মানুষ৷
করোনা অতিমারি দ্বিতীয় ঢেউ যেখানে বাংলা তথা সারা দেশ জুড়ে মানুষকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে। ঠিক সেই সময় এই অসহায় মানুষগুলোর পাশে হাত বাড়ালেন হুগলি জেলার হিন্দমোটরের এই চক্রবর্তী দম্পতি। বিগত কয়েকদিন ধরেই এই দম্পতি শুরু করেছেন করোনায় আক্রান্ত রোগীদের খাবার সরবরাহ। হুগলি জেলার হিন্দমোটরের এই দম্পতি তাঁরা বাড়িতে খাবার তৈরি করে করোনা আক্রান্ত রোগীদের খাবার সরবরাহ করে যাচ্ছেন।
তাঁদের বক্তব্য "করোনায় ভয় পেয়ে যদি সবাই পিছিয়ে যায় তাহলে মানুষের পাশে দাঁড়াবে কে। সঠিকভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করলে এবং শরীরের ইমিউনিটি পাওয়ার যদি ঠিক থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। করোণায় সমস্ত রোগীরা মৃত্যুবরণ করছে না। অধিকাংশই সুস্থ হয়ে ফিরছে। কাজেই ভয় পাওয়ার কিছুই নেই। আতঙ্কিত না হয়ে সচেতন থাকাটাই সঠিক পথ"।
তাঁরা এও জানান "দুপুরে এবং রাতের খাবার তারা পরিবেশন করছেন এবং এখনো পর্যন্ত দিনে 10 জন মানুষের খাবার পরিবেশন করতে সক্ষম। তবে কারুর কোন সহযোগিতা ছাড়াই তাদের নিজেদের সাধ্যমত তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন"। কারুর কোন সহযোগিতা তাঁরা চান না বলেই জানিয়েছেন।