নারদ কাণ্ডে গ্রেপ্তার সুব্রত, শোভন, ববি ও মদন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নারদ কাণ্ডে গ্রেপ্তার সুব্রত, শোভন, ববি ও মদন

Share This

নারদ কাণ্ডে গ্রেপ্তার সুব্রত, শোভনদেব, ববি ও মদন




আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/05/2021 : বিনা নোটিশে আচমকা সিবিআই-এর হাতে গ্রেপ্তার ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি এবং মদন মিত্র।

আজ সকালেই এই চার বিধায়ককে নারদ কাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই নিয়ে আসে নিজাম প্যালেসে। সিবিআই সুত্রে জানা গিয়েছে, এঁদের বিরূদ্ধে জামিন অযোগ্য মামলা দেওয়া হচ্ছে। এই চারজনের বিরুদ্ধে আজই চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। এর আগে নারদ কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের যে সব নেতাদের, তার মধ্যে এই চার নেতার নাম ছিল।

সিবিআই অফিস নিজাম প্যালেসের সামনে এই মুহুর্তে ভীড় করেছেন তৃণমূল কর্মীরা। তাঁরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল কর্মীদের ভীড় কিন্তু ক্রমেই বাড়ছে। যদিও সিবিআই অফিস মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে । 

সিবিআই অফিসে পৌছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি এই গ্রেপ্তারিকে অন্যায় গ্রেপ্তারি হিসেবেই দেখছেন। কি ভাবে বিধান সভার স্পিকারকে অন্ধকারে রেখে বিধান সভার তিন বিধায়ককে গ্রেপ্তার করা হল সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই মুহুর্তে নিজাম প্যালেসের 10 তলায় সিবিআই ডিআইজি অফিসের সামনে একটি চেয়ারে বসে আছেন মমতা। তাঁর বক্তব্য, তাঁকেও গ্রেপ্তার করতে হবে। এক এক করে আইনজীবীরা পৌঁছে যাচ্ছেন নিজাম প্যালেসে। সব মিলিয়ে ভয়ংকর উত্তপ্ত পরিবেশ নিজাম প্যালেসে। তৃণমূল কর্মীরা নিজাম প্যালেস ও কেন্দ্রীয় বাহিনীর দিকে বোতল, পাথর, ইঁট  ছোঁড়া হচ্ছে। প্রচন্ড বিক্ষোভের আঁচে ফুটছে নিজাম প্যালেস।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages